রূপ বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ । সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা- দক্ষিণে রাঙামাটির লংগদু- পূর্বে ভারতের মিজোরাম- পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত রয়েছে । এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হলো সাজেক। যার আয়তন হচ্ছে ৭০২ বর্গমাইল । এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত । সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প । বিজিবি সদস্যদের সুষ্ঠ পরিকল্পনায় , বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে । বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এখন । আর এখন সারাবছরই যাওয়া যায় সাজেক । সাজেকে নেই কোনো পাহাড়ধস বা রাস্তাধস বিশেষ ঝুকি । মূলত সাজেকে লুসাই ,পাংখোয়া ও ত্রিপুরা আদিবাসী বসবাস করে থাকে । এদিকে সাজেকের কলা এবং কমলা বেশ বিখ্যাত । রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে । তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ ।
জিরো পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা
মেঘের দেশে সূত্র: প্রথম আলো