সামুদ্রিক পাখির ‘সার্কুলার ইকোনমি’: সাগর-দ্বীপ-মানুষ—সবকিছুকে যুক্ত রাখা এক প্রাকৃতিক সেতু
সামুদ্রিক পাখির ‘সার্কুলার ইকোনমি’: সাগর-দ্বীপ-মানুষ—সবকিছুকে যুক্ত রাখা এক প্রাকৃতিক সেতু নেচার রিভিউজ বায়োডাইভারসিটিতে প্রকাশিত নতুন রিভিউ বলছে—সামুদ্রিক পাখিরা (seabirds) সাগর থেকে খাদ্য তুলে এনে গুয়ার্নো/মল-মূত্র ত্যাগের মাধ্যমে দ্বীপ ও আশপাশের জলভাগে পুষ্টি ফিরিয়ে দেয়। এতে শৈবাল, প্রবাল, সামুদ্রিক মাছ ও উপকূলীয় ইকোসিস্টেম টেকসই ও শক্তিশালী হয়। ৩০ অক্টোবর ২০২৫ —......
