জমিতে কীটনাশক প্রয়োগে মরল ৬৫টি হাঁস
জমিতে কীটনাশক প্রয়োগে মরল ৬৫টি হাঁস নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জমিতে কীটনাশক দেওয়ার পর খাবার খেতে নেমে ৬৫টি হাঁসের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাঁসগুলোর মালিক ওই এলাকার বাসিন্দা ক্ষুদ্র খামারি নূর ইসলাম (৪০)। আর জমিতে কীটনাশক ছিটিয়েছিলেন কৃষক বাবু আলী।......